News United India

তবে কি ‘বাগী ৪’এ দেখা মিলবে না টাইগারের! অনুরাগীদের খারাপ মন্তব্যের শিকার জ্যাকি-পুত্র

বাবা জ্যাকি (Jackie Shroff) হলেন বলিউডের ৮০-৯০ দশকের সেরা অভিনেতাদের মধ্যে একজন। বলা ভালো এখনও সেই সেরা। বয়স বাড়লেও তার ছাপ পড়েনি অভিনয়ে। এখনও হিট হয় তাঁর ছবি। সাফল্যে ভরপুর তাঁর অভিনয় জীবন। তবে তার সিকি আনাও লাভ করতে পারেন তাঁর ছেলে টাইগার শ্রফ। কিন্তু তবুও নাচের সাথে সাথে সুঠাম চেহারা ও ফিটনেসে কোনো খামতি রাখেন নি অভিনেতা টাইগার। ফ্লপ হতে শুরু করেছে একাধিক ছবি। তবে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজেকে প্রতিষ্ঠিত করার। নিজেকে একজন ভালো অভিনেতা তৈরি করার।

টাইগার শ্রফ’কে (Tiger Shroff) অ্যাকশন ছবিতেই অভিনয় করতে দেখা যায়। তাঁর প্রথম ছবি ছিল সাব্বির খান পরিচালিত ‘হিরোপান্তি’ (২০১৪)। যেখানে অভিনয় বা অ্যাকশনের থেকেও বেশি তাঁর নাচকে গুরুত্ব দিয়েছিল দর্শকেরা। এরপর আসে ‘বাগী’ (২০১৬)। যার সাফল্য বক্স অফিসে দেখা গিয়েছিল ১০০ কোটি টাকারও বেশি। তাই তার হাত ধরে পরে তৈরি হয় ‘বাগী ২’ (২০১৬) ও ‘বাগী ৪’ (২০১৮)। এই দুই ছবির থেকেও বক্স অফিস অর্থের সাফল্য পেয়েছিল ঠিকই, তবে দর্শকদের মন জয় করতে পারেন নি জ্যাকি পুত্র। তবে শোনা যাচ্ছে যে, ‘বাগী ৪’ ছবি নিয়ে কিছু চিন্তা-ভাবনা করছেন তিনি। কিন্তু ছবির শুটিংয়ের কাজ শুরুর মুখেই বাঁধা দিলেন তাঁর অনুরাগীগণ। তাদের দাবি, ছবি ‘গনপথ ১’ ও ‘বড়ে মিয়াঁ, ছোটে মিয়াঁ’ থেকে যতটুকু সাফল্য তাঁর অর্জন হবে, ‘বাগী ৪’ এ কাজ করলে সেইটুকু সাফল্য হাত ছাড়া হবে তাঁর।

কিন্তু অভিনেতা টাইগার জানিয়েছেন যে, এবার তাঁর অনুরাগীদের আর নিরাশ করবেন না। নিজের যথাসাধ্য চেষ্টা করবেন ছবি ‘বাগী ৪’ থেকে তাদের মন জয় করার।

Report – Swarnalye Paul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories