




বি-টাউনের সাথে সাথে জল্পনার শেষ নেই দক্ষিণী তারকাদের নিয়েও। সম্প্রতি রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) ও বিজয় দেবেরাকোন্ডা’র (Vijay Deverakonda) একটি ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। দুই তারকাই পরিবারসহ মধ্যাহ্নভোজনের জন্য গেছিলেন হায়দ্রাবাদের একটি নামি হোটেলে। সবার নজর এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা। পরিবারসহ তাঁদের সেই ভিডিও ছড়িয়ে পরে সবজায়গায়। ভিডিয়োটিতে বিজয়ের পরনে ছিল ধূসর রঙের টি-শার্ট ও রশ্মিকা পরেছিলেন ডেনিম জিন্স ও সাদা টপ। খাওয়া-দাওয়ার পর্বের সাথে বেশ অনেকক্ষণ চলে কথাবার্তাও। তবে কি কোনো নতুন সুখবর পেতে চলেছে তাঁদের অনুগামীরা? সেই প্রশ্নই উঠে আসছে সেই ভিডিওটি থেকে।
তবে এটাই প্রথম নয়। এর আগেও একসঙ্গে দেখা গেছে তাঁদের। রশ্মিকা যেমন ভারতের জাতীয় ক্রাশ, ঠিক তেমনই বিজয়কেও চোখে হারায় বলি-টলি ইন্ডাস্ট্রির অনেক নায়িকারাও। তাদের প্রথম পছন্দই নাকি বিজয় দেবেরাকোন্ডা। অবশ্য এটা সত্যি যে বিজয় বহুবার রশ্মিকাকে নিয়ে তাঁর ভালো লাগার কথা জানিয়ে এসেছেন সকলকে। এখন দেখা যাক, এই দুই তারকাদের চারহাত এক হওয়া নিছকই কোনো জল্পনা নাকি বাস্তবেই পাওয়া যাবে সুখবর!
Report – Swarnalye Paul
