কোথায় সায়নী?আজ ইডি র তলবে সাড়া দেবেন তো..!
নিয়োগ দুর্নীতি কান্ডে শুক্রবার সকাল ১১টা নাগাদ CGOকমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে সায়নীকে।ইডি তলবের পর থেকেই কেমন জানি বেপাত্তা সায়নী।খুঁটি পুজোতে ও দেখা যায় নি সায়নীকে।প্রচারে ও যাচ্ছেন না -হঠাৎ অন্তর্ধানের কারণ বুঝতে পারছে না কেউ। এদিকে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন উল্টোরথে উপোস করে সায়নী নাকি দুর্বল….। তবে যাই হোক নিয়োগ দুর্নীতি কান্ডে গ্রেফতার