একটি স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে ও দুর্বার মহিলা সমন্বয় সমিতির যৌনকর্মীদের নিয়ে আজ ইন্টারন্যাশনাল মাদার্স ডে পালন করলেন মদন মিত্র। কেক কেটে যৌনকর্মীদের হাতে পরিদেহ কাপড় তুলে দিয়ে পালন করলেন আজকের মাদার ডে 30 জন যৌনকর্মী মায়ের হাতে এই উপহার তুলে দেওয়া হল বেলা দুটো নাগাদ।
