হটাৎ Z ক্যাটাগরি নিরাপত্তা সৌরভের, কেনো এই তৎপরতা আছে কি কোনো হামলার ছক!

বর্তমান আইসিসি র ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ । সূত্র মারফত জানা যাচ্ছে যে, সৌরভ গাঙ্গুলিকে Z ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে। প্রশাসনিক স্তরে পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে কেন আচমকাই সুরক্ষা বাড়িয়ে দেওয়া হচ্ছে মহারাজের, তা অজানা সবার।এতদিন মহারাজকে Y ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হত। এবার সেটাকে বাড়িয়ে Z ক্যাটাগরির করছে রাজ্য। রাজ্যের VVIP-দের নিরাপত্তায় থাকা দফতরের পর্যালোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যে মহারাজের বাড়িতে স্পেশ্যাল ব্র্যাঞ্চের অফিসাররা গিয়ে পর্যবেক্ষণ করে এসেছেন বলেও জানা যাচ্ছে।Y থেকে Z ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার পর সৌরভের বাড়ির এখন সর্বদা দুজন বিশেষ নিরাপত্তা আধিকারিক থাকবেন। এছাড়াও মহারাজের বাড়িতে নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হয়েছে। তাঁর সঙ্গে সর্বদা একটি এসকর্ট কারও থাকবে। মহারাজকে কোনোরকম হুমকি দেওয়া হয়েছে কী না, বা তাঁর উপর হামলার আশঙ্কা আছে কী না, সেই নিয়ে কিছুই জানানো হয়নি পুলিসের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories