




সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহু তলে আগুন
আজ সকাল দশটায় ৪৫ নম্বর সেন্ট্রাল অ্যাভিনিউতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পাঁচ তলার সরকারি দপ্তরের লাগলো ভয়াবহ আগুন।
চারিদিকে যখন অফিসের ব্যস্ততা ঠিক সেই সময় সেন্ট্রাল এভিনিউ সাক্ষী থাকলো এক ভয়াবহ অগ্নিকাণ্ডের।আগুন লেগেছে সরকারি দপ্তরে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১ টি ইঞ্জিন। শত চেষ্টা করেও প্রথম দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও বর্তমানে অফিস ঘরে আবার পুনরায় আগুনের দামামা বেজে উঠেছে। তবে পুলিশ কর্মী এবং দমকল কর্মীদের একমাত্র লক্ষ্য যাতে আগুন ছড়িয়ে না পড়ে। বর্তমানে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
দমকলের তরফে জানানো হয়েছে, সরু প্রবেশপথের কারণে আগুন নেভানোর কাজে বিলম্ব হয়েছে। ধোঁয়া এবং প্রচণ্ড তাপের কারণে অকুস্থলে পৌঁছতে দেরি হয় দমকল আধিকারিকদের। তবে লম্বা পাইপের সাহায্যে আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে। ভবনটির পাশেই রয়েছে কালিদাস মল্লিক সেবায়তন নামের একটি বেসরকারি হাসপাতাল। সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হলেও দমকল জানিয়েছে নতুন করে আর আগুন ছড়ানোর সম্ভাবনা নেই। আর কয়েক ঘণ্টার মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বাস দিয়েছেন দমকল আধিকারিকেরা।
৪৫ নম্বর গণেশ চন্দ্র অ্যাভিনিউতে আগুনে রাসলীলা ক্রমশ বেড়েই চলেছে। পুলিশ এবং দমকল কর্মীরা কোনভাবেই আশা ছাড়ছেন না।তারা একইভাবে আগুন নিবারনে তৎপর। প্রথমে ছয়টি এবং পরে আরো পাঁচটি ঘটনাস্থলে পৌঁছেছে। যাদের একমাত্র উদ্দেশ্য ব্যস্ততম রাস্তার ঘিঞ্জি পরিবেশে আগুন যেন ছড়িয়ে না পরে। আগুন লাগা সঠিক কারণ জানা যায়নি, পুলিশ তদন্ত চালাচ্ছে।
Report – SNIGDHA GHOSH
