News United India

স্নাতক স্তরে নতুন শিক্ষানীতি

কলকাতা:উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হতেই সবার মনে প্রশ্ন ওঠে কোন কলেজ কোথায় ভর্তি কোন স্ট্রিম? স্নাতক স্তরে ভর্তি নিয়ে এ বছর কায়েম হল নতুন শিক্ষা নীতি। চলতি শিক্ষা বর্ষে স্নাতক স্তর ৪ বছরের অনার্স কোর্স হবে।

মোদি সরকারের নতুন শিক্ষানীতি নিয়ে সংঘাতে জড়িয়েছিল কেন্দ্র এবং রাজ্য। অবশেষে মোদি সরকারের শিক্ষানীতির কিছু অংশ মানল রাজ্য। বাংলায় কার্যকর হবে জাতীয় শিক্ষানীতি। চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে ৪ বছরের অনার্স কোর্স।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ‘স্নাতকস্তরে আমরা ৪ বছরের পঠনপাঠন চালু করতে চলেছি। স্নাতকস্তরে ভর্তি হতে চলেছে যে ৭ লক্ষ ছাত্র-ছাত্রী তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। এতে ছাত্র-ছাত্রীদের সর্বভারতীয় প্রতিযোগিতার ক্ষেত্রে সুবিধা হবে। রাজ্যের বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কমবে। বিভ্রান্তি যাতে না ছড়ায় সেজন্য আমরা এখনই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কথা বলছি না। কলেজগুলি আলাদা আলাদা ভাবে ভর্তির ব্যবস্থা করবে। তবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনের কাজ জরুরি ভিত্তিতে চলবে। আমরা চেষ্টা করব সম্ভব হলে এই ব্যবস্থাটিকে এবছরই যাতে চালু করতে পারি’ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

চলতি শিক্ষাবর্ষে শিক্ষানীতিতে যে পরিবর্তন আনা হয়েছে তা ছাত্র-ছাত্রীদের কুশল কামনার জন্য এমনই আশা রাখা হচ্ছে।

Report – স্নিগ্ধা ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories