




পঞ্চায়েত ভোট নিয়ে অনেকদিন ধরে টানাপড়েন চলছিল সবার মনের মধ্যে।অবশেষ দ্বিধা কাটলো।:১ মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা। ৮ জুলাই পঞ্চায়েত ভোট করা যায় কিনা, আলোচনা শুরু, বলছে সূত্র । রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় রাজ্য সরকার।
সূত্রের খবর, জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে পঞ্চায়েত ভোট করা যায় কিনা তা নিয়ে রাজ্য় নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে আলোচনা চলছে। গত কাল অর্থাৎ বুধবার রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহা দায়িত্ব নেওয়ার পর থেকেই ম্যারাথন মিটিং হয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে একদফাতেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। কিন্তু আনুষ্ঠানিক ভাবে রাজ্য নির্বাচন কমিশনের তরফে কিছুই জানানো হয়নি। বিকেলে সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে বলে খবর। এখন বড় প্রশ্ন হল, রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী, কারা এই ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকবে? তবে অতীতে যত বার এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলা হয়েছে, কোনও সময়ই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিছু বলা হয়নি। আপাতত এটুকু মোটামুটি স্পষ্ট যে দ্রুত এই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে।
Report – Snigdha Ghosh
