দেনার দায়ে ডুবলো পাকিস্তান

দেনার দায়ে ডুবলো পাকিস্তান

“পাকিস্তান”-না এবার আর হামলা নয় বরং দেনার দায়ে ডুবছে পাকিস্তান ভারত কি বন্ধু হয়ে পাশে দাঁড়াবে?

পাকিস্তানে অর্থনৈতিক সঙ্কটের কথা এখন আর কারও অজানা নয়। দেশটি দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক টানাপড়েনে জর্জরিত। ইসলামাবাদের মাথায় চেপেছে ঋণের পাহাড়প্রমাণ বোঝা।আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ) পাকিস্তানকে ঋণ দেওয়া বন্ধ করে দেওয়ার পর দেশের অর্থনৈতিক সঙ্কট আরও তীব্র হয়েছে। বিদেশ থেকে ঋণ না পেয়ে সরকার চালানো পাকিস্তানের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিদেশি মুদ্রার খরচে লাগাম টানতে পাকিস্তান তাই আমদানি প্রায় বন্ধ করে দিয়েছে। যার প্রভাব গিয়ে পড়েছে দেশের বাজারে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে।

পাকিস্তানে গত কয়েক দিনে মূল্যবৃদ্ধির হার লাফিয়ে বেড়ে হয়েছে ৩১.৫ শতাংশ। ১৯৭৪ সালের পর থেকে যা সর্বোচ্চ। এর ফলে দেশে প্রয়োজনীয় পণ্যের জোগান অনেক কমে গিয়েছে।সঙ্কটের কারণে পাকিস্তানে টাকার দাম এক ধাক্কায় অনেক কমে গিয়েছে। আমেরিকার এক ডলার এখন পাকিস্তানে ২৭৭ টাকার সমান। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভুগছেন দেশের সাধারণ মানুষ।

এই রকম পরিস্থিতিতে পাকিস্তানের সাধারণ মানুষের ভবিষ্যৎ কি তা নিয়ে সংকিত বিশ্ববাসী।

Report – Snigdha Ghosh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories