




ছেলের বিয়ে শেষ হতে না হতেই ফের কটাক্ষের মুখে দেওল পরিবার
বিয়ের রেশে মাতহারা এখন দেওল পরিবার। ১৮ই জুন, রবিবার ধুমধাম করে বিয়ে সারলেন সানি পুত্র করণ দেওল। বিবাহ সম্পন্ন হল মুম্বাইয়েরই একটি বিলাসবহুল হোটেলে। সমস্ত পাঞ্জাবী রীতি-নীতি মেনে নিজের দীর্ঘদিনের বান্ধবী দৃশা আচার্যের সঙ্গে বিবাহ সম্পন্ন করেন। আর সেই সাথে ভাইরালও হয়েছে সমস্ত আচার-অনুষ্ঠানের ছবি। বিয়ে ও রিসেপশনে ছিল যেন তারকাদের সমাহার। অবশ্য সানি দেওলের পুত্রের বিয়ে বলে কথা ঝাকে ঝাকে তারকাদের উপস্থিতি নজরে পরবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই বিয়ে শেষ হতে না হতেই সানি ঘটিয়ে ফেললেন একটি কাণ্ড। যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যেখানে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছে সানিকে।
https://www.instagram.com/reel/CtoyyG3Kb_5/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
সেই ভিডিওতে দেখা গেছে যে, করণের বিয়ে শেষ হওয়ার পর দুই ট্রে হাতে লাড্ডু নিয়ে বেরিয়ে আসেন সানি দেওল ও তার ছোট ছেলে রাজবীর দেওল। অর্থাৎ তারা বিয়ের লাড্ডু বাইরে থাকা পাপারাৎজিদের খাওয়াতে নিজেই এসেছেন। কিন্তু ওই যে বলে যা হয় তার উল্টোটাই ঘটে যায় এক এক সময়, ঠিক তেমনিই ঘটেছে এইক্ষেত্রেও। সানি দেওল ছেলের বিয়ের লাড্ডু খাওয়াতে এসেছিলেন ঠিকই, কিন্তু সেটিকে ঠিক চোখে নেননি অনেকেই।
সেই নেটিজেনদের মধ্যে একজন বলেন, ‘অনেকটাই কমের মধ্যে দিয়ে সেরে ফেললেন’। আরেকজন বলেছেন, ‘বলিউডের সবচেয়ে সস্তার বিয়ে’। এছাড়াও, ‘এক বাক্স করেই নয় মিষ্টি দিতেন’, বলে কটাক্ষ করেছেন সানিকে। তাছাড়া, মেহেন্দির অনুষ্ঠানের সময়েও সাজপোশাক নিয়ে তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল দেওল পরিবারকে।
Report – Swarnalye Paul
