



রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। যাকে এক কথায় বি-টাউনের (B-Town) ‘ড্রামা কুইন’ (Drama Queen) নামে সবাই চেনে। প্রায় দিনই সংবাদের শিরোনামে উঠে আসে তার নাম। আর এইবারও হয় নি তার ব্যতিক্রম। লাল লেহেঙ্গায় নতুন কনে রূপে সেজে, ঢাকঢোল পিটিয়ে, নাচতে নাচতে আনন্দ সহকারে নিজের বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ করলেন সংবাদমাধ্যমের কাছে। অবশ্য এটি ছিল তার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। তিনি জানা, ‘হ্যাঁ, অবশেষে আমার বিবাহ বিচ্ছেদ হচ্ছে। ব্রেক আপ পার্টি (Break up party) দিচ্ছি আমি। সাধারণত এইসময় মানুষ দুঃখ পায়। কিন্তু আমি খুশি। যেখানে লোকে ঢোল বাজিয়ে বিয়ে করতে যায়, সেখানে আমি বিয়ে ভাঙ্গার আনন্দে ঢোল বাজাচ্ছি। কারণ আমি সবার থেকে আলাদা’। তার দ্বিতীয় স্বামী আদিল খান দুররানি (Adil Khan Durrani), যিনি একজন ব্যবসায়ী। গত বছরই ফেব্রুয়ারি মাসে বিয়ে সেরেছিলেন রাখি সাওয়ান্ত ও আদিল খান দুররানি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে শোনা যায় রাখি আদিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। পুলিশ স্টেশনে স্বামী আদিলের বিরুদ্ধে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগে এফআইআরও (FIR) দায়ের করেছিলেন রাখি। যার জন্য জেল হেফাজতে থাকতে হয়েছিল আদিলকে।

এরপর ভারত ছেড়ে রাখি সোজা পারি দেন দুবাইয়ের মাটিতে। সেখানে গিয়ে তিনি নিজের অভিনয় প্রশিক্ষণের একটি স্কুল খোলেন। ধীরে ধীরে নিজের জীবন গোছাতে শুরু করেন তিনি। এরই মাঝে অবশ্য নতুন প্রেমে পড়ার কথাও শোনা গেছিল রাখির। এর আগেও ২০১৯ সালে রিতেশ নামে একজন এনআরআইকে বিয়ে করেছিলেন রাখি। কিন্তু সেটিও টেকেনইি বেশি দিন।
Report – Swarnalye Paul
