News United India

খুনের হুমকি জনপ্রিয় র‍্যাপার হানি সিংহকে

একবছর হল মারা গেছেন পাঞ্জাবি র‍্যাপার সিধু মুসেওয়ালা (Sidhu Moose wala)। বলা ভালো মেরে দেওয়া হয়েছিল তাঁকে। বয়স ছিল মাত্র ২৯ বছর। গোল্ডি ব্রার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগীর হাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাতে হয় সিধুকে। সূত্রমতে, এখনও আমেরিকারই জেলে আটক রয়েছে সেই গোল্ডি ব্রারই (Goldy Brar)। তবে সম্প্রতি সাংবাদ মাধম্যের কাছে ভারতীয় র‍্যাপার হানি সিংহ (Honey Singh) সেই গোল্ডি ব্রারের বিরুদ্ধেই প্রাণনাশের হুমকির কথা প্রকাশ্যে আনেন। দ্বারস্ত হয়েছেন পুলিশের কাছে। চেয়েছেন পুলিশি নিরাপত্তা।

হানি সিংহ বলেছেন, “আমার কর্মীর কাছে ফোন আসে গোল্ডি ব্রারের নামে। আর সেই সাথে আমি সিপি সাহেবকেও অনুরোধ জানিয়েছি আমার এবং আমার পরিবারকে নিরাপত্তা প্রদান করার জন্য আর ব্যাপারটা যেন তদন্ত করা হয়’। এছাড়া তিনি আরও বলেছেন যে, “আমি সবার কাছ থেকে শুধুমাত্র ভালোবাসাই পেয়েছি। আর জীবনে প্রথম এরকম প্রাণভয়ের হুমকিও পেলাম। মৃত্যুকে কে না ভয় পায়? আমিও ভীষণ ভয় পেয়ে রয়েছি। সেই সাথে ভয় পেয়ে রয়েছে আমার গোটা পরিবারও”।

তিনি অভিযোগ করেন, গতকাল রাতে তার ম্যানেজার রোহিতের কাছে একটি আন্তর্জাতিক নম্বর থেকে একটি হুমকির ফোন আসে। হুমকিদাতা নিজেকে গোল্ডি ব্রার হিসেবে পরিচয় দেয়। সাথে নাকি দাবি করে ৫০ লক্ষ টাকাও। পাঠানো হয় হানি সিংহকে একাধিক হুমকি ভরা ভয়েস নোটও।

পুলিশ জানান, তারা বিষয়টি তদন্তে করা শুরু করেছেন ইতিমধ্যেই। তথ্য-প্রমাণসহ খবরটি পৌঁছেছে দিল্লি পুলিশ কমিশনারের কাছেও। স্পেশাল সিপি সেল এইচজিএস ধালিওয়াল ও দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা নিজস্বভাবে খতিয়ে দেখছেন বিষয়টি।

Report – Swarnalye Paul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories