থেমে গেল দীর্ঘ লড়াই…অন্য জগতে পাড়ি দিলেন মহীনের ঘোড়াগুলি র তাপস দাস ওরফে বাপিদা

মারন রোগ ক্যান্সার এর কাছে আগেও হার স্বীকার করেছেন অনেকেই। এবার এই দুরারোগ্য ব্যাধির কাছে পরাজয় স্বীকার করলেন শিল্পী তাপস দাস ওরফে মহীনের ঘোড়াগুলি র বাপিদা।ফুসফুসে ক্যান্সার।এস এস কে এম এ চালিয়ে যাচ্ছিলেন কঠিন লড়াই। মাঝে সুস্থ হয়ে ওঠার কিছুটা সম্ভাবনা দেখা দিলেও শেষ রক্ষা হল না। রবিবার এসএসকেএম হাসপাতালেই শেষ নি:শ্বাস ত্যাগ করলেন বাংলা রক ব্যান্ড শিল্পী বাপি দাস।শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এককথায় শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories