প্রবল বৃষ্টিতে পর পর প্রাণহানি ও মৃত্যুকে ঘিরে বিপর্যস্ত মুম্বই শহর

মুম্বইয়ে প্রবল বৃষ্টির জেরে প্রাণ হারান দুই সাফাইকর্মী। ঘটনাটি ঘটে শনিবার। জানা যায়, মুম্বইয়ের গোভান্দি এলাকায় বৃষ্টির জল জমায় ম্যানহোল পরিষ্কারের দায়িত্বে ছিলেন ওই দুজন সাফাইকর্মী। আর সেই পরিষ্কারের কাজ করতে গিয়ে ম্যানহোলে পরে যান তারা। পরে দমকলে খবর দেওয়া হলে উদ্ধার করা হয় তাদের। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করেন তাঁরা।

এরপরই জুহুতে সমদ্রের জলে ডুবে যেতে যেতে একটুর জন্য প্রাণহানি থেকে রক্ষা পায় দুই শিশু। সঠিক সময়ে নিরাপত্তারক্ষীদের চোখে পড়ায় বিপদ থেকে নিস্তার পায় তারা। আবার, রবিবার মুম্বাইয়ের ঘাটকোপার অঞ্চলে একটি বাড়ির কিছুটা অংশ ভেঙ্গে তাতে আটকে পড়ে তিনজন। আর সেখান থেকে উদ্ধার করা গেছে মাত্র ২জনকে।

মুম্বইয়ে শনিবার সন্ধ্যা হতেই শুরু হয় প্রবল বৃষ্টির। বর্ষার জল রাস্তায় জমে গিয়ে গাড়ি আটকে যাওয়ায় সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। এইদিন রবিবার সকাল ৮টা পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে কমলা সতর্কতা বার্তা জারি করা হয় শহরে। মালাড, দাহিসর ও আন্ধেরিকে বেশি সমস্যার মুখে পড়তে হয়। পড়ে অবশ্য হলুদ সতর্কতা জারি হয় শহরজুড়ে।

Report – Swarnalye Paul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories