News United India

উদযাপন হল রক্তদান শিবির ও কিং খানের কর্মজীবনের ৩১তম বর্ষপূর্তি

গত দু’দিন ধরে ঢাকুরিয়া সাউদার্ন এভেনিউয়ের শরৎ বোস রোডে অনুষ্ঠিত হল ‘Health Check-up & Blood Donation Utsav’। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোগতা হলেন ক্লাব সেক্রেটারি অভিষেক রায়। এবছর লেক রোড লেক ক্লাবের সাথে ‘কিং এসআরকে’স আর্মি’র সহযোগিতায় আরও সুষ্ঠুভাবে সফল হয় অনুষ্ঠানটি। ২৪ ও ২৫ জুন এই দু’দিন যাবত চলছে এই অনুষ্ঠান। দীর্ঘ কয়েক বছর ধরে চলা এই অনুষ্ঠানটিকে উৎসব হিসেবেই মেনে আসছেন ক্লাবসহ এলাকার মানুষেরা। এই অনুষ্ঠানটির অংশ হিসেবে ছিলেন ক্লাব সেক্রেটারি অভিষেক রায় সহ এমপি মালা রায়, এমএলএ দেবাশিস কুমার, কনভেনর কার্তিক ব্যানার্জি, বিবেক ৮৭ নং ওয়ার্ড প্রেসিডেন্ট বিজয় কল্যাণী, শর্মিলা সিং ফ্লোরা, ৯০ নং ওয়ার্ডের কাউন্সিলার চৈতালি চট্টোপাধ্যায়, অভিনেতা সৈয়দ আরেফিন ও রাজিব বোস প্রমুখেরা। নিজেদের বক্তব্য রাখেন U News এর সামনে।

অনুষ্ঠানের উদ্যোক্তা ও ক্লাব সেক্রেটারি অভিষেক রায় জানান, প্রতিবছর এই অনুষ্ঠানটি করা হয়ে থাকে। প্রতিবছরের মতো এবছরও লোকের ভিড় দেখা যায় প্রচুর। গতকাল হেলথ চেক-আপের জন্য হাজির হয়েছিলেন ৫০ জনের উপরে মানুষজন। আর আজ রক্তদানের জন্য রেজিস্ট্রেশনের করেছেন ২০০জনের বেশি মানুষ। তবে করোনা মহামারির সময় সেই দু’বছর ভ্যানে করে হেলথ চেক-আপের করিয়েছিলেন তারা। তাদের লক্ষ্য সমাজসেবার এই কাজটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

বিউটিশিয়ান শর্মিলা সিং ফ্লোরা জানান, লেক রোড লেক ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট তিনি। অভিষেক রায় তাদের কাছে ভাইয়ের মতো। সারা বছরই এরকমই যৌথভাবে কাজ করে থাকেন তাঁরা। তিনি আরও বলেন, পেশায় তিনি একজন বিউটিশিয়ান। এর পাশাপাশি সমাজসেবার কাজ করতেও ভালবাসেন তিনি। তাঁর মতে, বিউটি মানেই হল একটি স্বাস্থ্য সচেতন অর্থাৎ স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া। তাই গতকাল এবং আজ এই দু’দিন ব্যাপী স্বাস্থ্যের উপরে কাজ হচ্ছে। গতকাল ছিল তাদের চক্ষু ও দাঁতের মতো স্বাস্থ্য পরীক্ষার কাজ। আর ছিল রক্তদান শিবির। প্রায় ২০০-২৫০ জনের ভিড় হয়েছে এই বছর। তাঁরা প্রত্যেকে সফলতা পেয়েছেন এই কাজটি করে। বিভিন্ন নেতা-মন্ত্রী বা সাধারণ লোকেরা খুশি হয়েই উপস্থিত হন তাঁদের এই শিবিরে।

উপস্থিত ছিলেন দেশপ্রিয় পার্কের হকার ইউনিয়েনের প্রেসিডেন্ট খোকন দা জানিয়েছেন, লেক রোড লেক ক্লাব দীর্ঘদিন ধরে এই রক্তদান শিবিরকে উৎসবে পরিণত করেছেন। পেয়েছে প্রচুর মানুষের দোয়া-আশীর্বাদ-ভালোবাসা। নবজীবনের মূলমন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন এই রক্তদান শিবিরকে। মানবিকতার বন্ধনে আবদ্ধ হয়ে গড়ে ওঠে এই রক্তদান শিবির। তুলে ধরেছিলেন থ্যালাসেমিয়া রোগীদের কথা। এছাড়াও স্বামী বিবেকানন্দের বাণী, “মানব সেবাই ঈশ্বরের সেবা”র সাথে তুলনা করেন এই রক্তদান শিবিরকে।

অভিনেতা সৈয়দ আরেফিন ও রাজিব বোস বলেন, সুইয়ে ভয় নেই তাদের। তবে কিছু শারীরিক সমস্যার কারণে রক্ত দিতে অসুবিধে আছে জানা সৈয়দ আরেফিন। সম্প্রতি কয়েক সপ্তাহ আগে শুরু হওয়া তুঁতে ধারাবাহিকের দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁদের। অভিনয় ছাড়াও সমাজসেবার কাজে যুক্ত হতে পেরে খুশি তাঁরা।

আজ শুধু এই রক্তদান শিবিরই নয়, রয়েছে ‘মান্নাত’র অধিকারী শাহরুখ খান’র অভিনয় জীবনের ৩১তম বর্ষপূর্তি। আর তাই তাঁর প্রচুর অনুগামীরা উপস্থিত হয়েছিলেন রক্ত দিতে এই রক্তদান শিবিরে। তাঁর দুই ভক্ত রাতুল রায় ও নবনীল দাস জানান, শাহরুখ খানের ৩১তম বর্ষপূর্তিতে তারা আজ হাজির হয়েছেন এখানে। শুধু আজ বলে না, প্রায় সারা বছর ধরেই শাহরুখ খানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলিতে এরকম সমাজসেবার কাজ করে থাকেন তারা। দাঁড়ান অনেক অসহায় গরীব মানুষদের পাশে। উদযাপন করেন তাঁর প্রতিটা ছবির সফলতা। পৌঁছে যান তাঁর ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে। তাদেরই দলের নাম “King SRK’s Army”।

Report – Swarnalye Paul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories