News United India

গাড়ি ভর্তি গোমাংস নিয়ে যাওয়ার অপরাধে গণপিটুনির শিকার দুই যুবক, মৃত ১

আবারও গণপিটুনির শিকার দুই যুবক। আর তাতেই মৃত্যু ঘটে একজনের। ঘটনাটি ঘটে এবার মুম্বইয়ের নাসিকে। জানা যায়, গত ২৪ জুন নাসির শেখ ও আফান আব্দুল মজিদ নামের দুই যুবক গাড়ি ভর্তি গোমাংস নিয়ে মুম্বই যাচ্ছিলেন। আর তখনই প্রায় পনেরো জন যুবকের একটি দল পথ আটকে দাঁড়ায় তাদের। গাড়িতে গোমাংস রাখা ছিল বলেই অভিযোগ তাদের। এরপরই শুরু হয় লাঠি ও লোহার রোড দিয়ে গণপিটুনি। তাতেই গুরুতরভাবে জখম হয় সেই দুই যুবক। এরপর তাদের ওই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু ঘটে মজিদের জানান চিকিৎসকেরা। এই ঘটনার জেরে দায়ের করা হয় খুনের মামলা।

তবে গাড়ি বা ট্রাক ভর্তি গোমাংস বোঝাইয়ের অভিযোগে গণপিটুনিতে খুনের ঘটনা আজ কোনো নতুন ঘটনা নয়। এর আগেও বিহারের সারণ জেলায় গত মার্চ মাসে গণপিটুনিতে মৃত্যু ঘটে ৫৬ বছরের এক ব্যক্তির। তারও আগে, ২০১৭ তে জয়পুরের এক মেলা থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন ৫৫ বছরের এক দুধ ব্যবসায়ী পেহলু ও তাঁর দুই ছেলে। তাদের বাড়ি ছিল হরিয়ানায়। তবে জয়পুর-দিল্লি জাতীয় সরকে আটক করেন গোরক্ষকেরা। তারপরই শুরু হয় বেধরক মার। এতে হাসপাতালে ভর্তির তিনদিন পর মারা যান পেহলু।

Report – Swarnalye Paul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories