
২০২২ এ প্রয়াত হন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এই আঘাত এখনও স্পষ্ট ভক্তদের হৃদয়ে। মৃত্যুর বছর দেড়েক কাটতে না কাটতেই আরও এক আঘাতের শিকার ভক্তরা।ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গায়িকার লেক গার্ডেন্সের বাড়ি। সঙ্গীত জগত থেকে শুরু করে চলচ্চিত্র জগতের নক্ষত্রেরা অনেকেই এসেছেন এই বাড়িতে। ১৯৬২ সাল নাগাদ তৈরি হওয়া এই বাড়িতে আমৃত্যু থেকেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। কাজেই সেই বাড়ি ভাঙ্গার ঘটনা সমাজ মাধ্যমে তীব্র আলোড়ন ফেলেছে। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে বাড়ির ধ্বংসাবশেষের ছবি। সেই ছবি দেখে মন খারাপ নেটিজেনদের।
বঙ্গজীবনের অঙ্গ হয়ে আছে স্বর্ণযুগের নক্ষত্রেরা।’আমি স্বপ্নে তোমায় দেখেছি’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘এ শুধু গানের দিন’, ‘মধু মালতী ডাকে আয়’ -এই সমস্ত গানে আজও মজে আছে আপামর বাঙালি।ওনার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই সংরক্ষণ না করে গুঁড়িয়ে দেওয়া হবে ওনার বাড়ি -ভাবতেই পারছে না ভক্তরা। যদি ও শ্যামল গুপ্ত ও সন্ধ্যা মুখোপাধ্যায় এর কন্যা সৌমী সেনগুপ্ত বলেছেন -ওনারা সচেতন ভাবেই বাড়িটির প্রোমোটারির সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনার মা ও বাবার ব্যাবহার করা মূল্যবান স্মৃতিচিহ্ন সবই সযত্নে আছে তবু্ও প্রশ্ন উঠছে -স্মৃতির স্মারক হয়ে থাকত এমন কি কিছুই করা যেত না?প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া বাড়িটির ফলকলিপিতে লেখা ‘এস.গুপ্তা ‘ এখনও দিব্য দেখা যাচ্ছে।
Report – Anita Das
