




বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে দুর্গাপুজো সেটা নিয়ে দ্বিমত নেই তবে এবারের দুর্গাপুজোর আনন্দ দ্বিগুণ হবে নাকি প্যান্ডেল পরিক্রমায় বাধা সৃষ্টি হবে সেটা ভেবেই পরিশ্রান্ত ক্রিকেটপ্রেমীরা।কারণটা আসন্ন বিশ্বকাপ ২০২৩।মঙ্গলবার প্রকাশিত হয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সূচী।তাতে যা বোঝা যাচ্ছে পঞ্চমী আর অষ্টমীতে পুজোর আনন্দের সঙ্গে থাকবে ভারতের হার-জিত নিয়ে দুশ্চিন্তা। আর তাছাড়া ২টি ম্যাচ ই হবে দিনরাত্রির-কাজেই খেলা শেষ বেরিয়ে পড়বে প্যান্ডেল ঘুরতে তার ও জো নেই। এছাড়া ষষ্ঠী ও সপ্তমী তে ও রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ।কালীপুজো র দিন কলকাতার ইডেনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান যা একটি হেভিওয়েট ম্যাচ।ভাইফোঁটার পরের দিন থাকছে সেমিফাইনাল। সেমিফাইনালের ২টি ম্যাচের ১টি হবে ইডেনে তবে সবচেয়ে উন্মাদনার ও উত্তেজনার বিষয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ যদি পাকিস্তান হয় তাহলে সেটি কোথায় হবে এবং কেমন হবে সেদিকে তাকিয়েই ক্রিকেটপ্রেমীরা।
Report – Anita Das
