News United India

আগামী দিনে ও কি বৃষ্টি অব্যাহত??

রথের আগের দিন দক্ষিণবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। হাওয়া অফিসের পূর্বাভাস বলেছিল উল্টোরথে ও বৃষ্টির সম্ভাবনা। হল ও তাই -বুধবার উল্টোরথের দিনে ও হচ্ছে বৃষ্টি। তবে চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়বে এমনটাই ইঙ্গিত আবহাওয়া দফতরের।এখন ও যে নিম্নচাপ টি রয়েছে তার প্রভাবে মেঘলা আকাশ ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু বর্ষা প্রবেশ করেছে সেই কারণে মাঝে মাঝেই বৃষ্টি চলতেই থাকবে।মঙ্গলবার বৃষ্টি র পর বুধবারেও তা অব্যাহত রয়েছে। চারিদিকে রাস্তায় জল জমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলেও ছাতা নিয়ে গন্তব্যে পৌঁছাতে কষ্টকর হলেও সবকিছুর মধ্যে রয়েছে গরমের হাত থেকে রেহাই পাওয়ার স্বস্তি।আগামীকাল ও কলকাতা শহরে ভালোরকম বৃষ্টি র সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘলা আর জারি থাকবে হলুদ সতর্কতা। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি র সম্ভাবনা দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা , হুগলি প্রায় সব জেলায়। এছাড়া ও জেলাগুলিতে বজ্রপাতের জন্য থাকবে হলুদ সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গের মালদা,দিনাজপুর সহ কিছু জেলায় ভারী বৃষ্টি র সম্ভাবনা আর জলপাইগুড়ি, কোচবিহারে, আলিপুরদুয়ারে থাকবে অতিভারী বৃষ্টি র সম্ভাবনা।পাশাপাশি জানা যাচ্ছে, জুলাইয়ের শুরুতে উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও বজ্রপাত সহ বৃষ্টি র সম্ভাবনা রয়েছে।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories