তবে কি আবারও বিয়ে ভাঙ্গার ইঙ্গিত…!!

টলিউডে ‘ব্রেকআপ ‘ শব্দটি প্রায় জলভাত হয়ে গেছে। প্রায়শই শুনতে পাওয়া যায় এসব।কখনো বিয়ের আগে প্রেমেই ব্রেকআপ তো কখনো বিয়ের পর কয়েক বছর কাটতে না কাটতেই সম্পর্কে ভাঙ্গন,বিচ্ছেদ….। সোশ্যাল মিডিয়ায় নবনীতা র করা পোস্ট ভাবাচ্ছে তার অনুগামীদের। ‘টেবিলে আর দুটো করে প্লেট থাকবে না…একজনের জন্য বানানো green tea আর দুজনে ভাগ করে খাওয়া হবে না………
কিছুই আর একসাথে করা হবে না’। শুধু তাই নয়, ‘প্রেম, বন্ধুত্ব,বিয়ে এসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক’…..শেষের এই কথাগুলো কি সত্যি ভাঙ্গনের ইঙ্গিত? সত্যি কি আলাদা হয়ে যেতে চলেছেন নবনীতা দাস আর জীতু কামাল? না কি এই পোস্টের আড়ালে আছে অন্য কোন রহস্য? সবটাই সময় বলবে….

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories