News United India

সব্জির দামে তীব্র ঝাঁঝ—-আমজনতার মাথায় হাত

সাধারণ মানুষের প্রয়োজনীয় যেসব আনাজপত্র বাজারে তা কিনতে গিয়ে প্রত্যেককেই হোঁচট খেতে হচ্ছে। আগুন দাম প্রত্যেকটি জিনিসের।কিছুদিন আগে ও টোম্যাটো , লঙ্কা, কাল্লার দাম ছিল কিছুটা হলেও স্বাভাবিক –বর্তমানে তা অস্বাভাবিকে দাঁড়িয়েছে।টোম্যাটো সেঞ্চুরি করে ফেলেছে আর কাঁচা লঙ্কা -আদার তো কোন কথাই নেই। বেগুন, পটল, ক্যাপসিকাম ও দৌড়ে পিছিয়ে নেই। এককথায় আকাশ ছুঁয়েছে আনাজপাতির দাম।
বাজারের এই পরিস্থিতির জন্য সাম্প্রতিক আবহাওয়াকেই দায়ী করেছেন কৃষি বিশেষজ্ঞরা।প্রথমে তীব্র গরম এবং তাপপ্রবাহ, তারপরে তুমুল বৃষ্টি এই দুয়েই মার খেয়েছে আনাজের চাষ।একদিকে বৃষ্টির কারণে লঙ্কা গাছের গোড়া নষ্ট হয়ে গেছে অন্যদিকে তীব্র গরমে বারবার জলসেচ করে গাছ টিকিয়ে রাখা চাষীদের সাধ্যে কুলায়নি -সবমিলিয়ে বাজারে লঙ্কার জোগান প্রচুর কমেছে। ফলস্বরূপ দাম আকাশ ছুঁয়েছে। কর্ণাটক ও হিমাচলপ্রদেশ থেকে টোম্যাটোর জোগান আসে।এবার সেখানে ও ফলন কম হয়েছে। প্রতিটি আনাজের ক্ষেত্রেই তীব্র গরমকেই দায়ী করা হচ্ছে। আনাজের দামের আঁচে পুড়ছে বাঙালীর পকেট।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories