




অক্টোবরে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেল একসময়ের বিশ্বচ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ।এত বছরের (৪৮বছরের) একদিনের বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথম বারের জন্য দেখা যাবে না অ্যান্ডি রবার্টস, ব্রায়ান লারার মতো কিংবদন্তির দলকে।শনিবার সুপার সিক্স পর্যায়ে স্কটল্যান্ডের কাছে ৭উইকেটে হারের পরই নিশ্চিত হয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়।কোন পয়েন্ট না পেয়েই সুপার সিক্সে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর তাই যোগ্যতা অর্জনের লড়াইয়ে সুপার সিক্স পর্যায়ের তিনটি ম্যাচেই জিততে হত তাঁদের। কিন্তু প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় বিশ্বকাপ খেলার সমস্ত আশায় জল ঢালা গেল ভিভ- লয়েডের দেশের। একদিকে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ থেকে বিদায় অন্যদিকে এই প্রথম স্কটল্যান্ড হারাল ওয়েস্ট ইন্ডিজ কে।
Report – Anita Das
