




সামনেই পঞ্চায়েত ভোট। ভোটের প্রচারে দিকে দিকে ঘুরে বেড়াচ্ছেন নেতা নেত্রী রা।রাস্তার জমা জলে ধান রোপণ করে বর্তমান পরিস্থিতি নেতাদের চোখের সামনে তুলে ধরতেই এহেন অভিনব প্রতিবাদ সাধারণ মানুষের। উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ী রেলগেটের পাশের এলাকায় রাস্তার বেহাল অবস্থা। বাঙ্গালবাড়ী এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। রাস্তা খারাপ হওয়ায় প্রতিদিনই বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। আর বর্ষার জল জমে তো একাকার কান্ড-চলাচলের অযোগ্য হয়ে যায় এই রাস্তা।গ্রামবাসীদের অভিযোগ স্হানীয় গ্রাম পঞ্চায়েত কে অনেক আগেই জানানো হলেও কোন সুরাহা হয়নি।ভোট এলেই পাওয়া যায় রাস্তা মেরামতের প্রতিশ্রুতি কিন্তু ভোট শেষে শুধুই কথার কথা।দীর্ঘ কয়েক বছর ধরেই রয়েছে রাস্তার এরকম বেহাল অবস্থা। অবশেষে ভোটের মুখে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। এই একই কারণে ‘রাস্তা নেই ভোট নেই ‘ প্ল্যাকার্ড হাতে রাস্তার জমা জলে জাল ফেলে ও ধান রোপণ করে বিক্ষোভে সামিল হয় পূর্ব বর্ধমান জেলার মেমারির শ্রীধরপুর ডাকিনী পাড়ার ঘটনা। বাসিন্দাদের অভিযোগ প্রায় এক দশকের ও বেশি সময় ধরে শ্রীধরপুর ডাকিনী পাড়ার বেশ কিছু টা রাস্তা বেহাল হয়ে পড়ে আছে। কাদা ও জল জমে একেবারে চলাচলের অযোগ্য হয়ে যায় ঐ রাস্তা। এমনকি প্রয়োজন হলেও আপৎকালীন অবস্থার সময় অ্যাম্বুল্যান্স ও গ্রামে ঢুকতে চায়না।বর্ষার প্রাক্কালেই রাস্তার এই দশা দেখে গ্রামবাসীদের দাবি,আগে রাস্তা পরে ভোট।একদিকে বেহাল রাস্তা থেকে বাঁচতে এলাকাবাসীর আপ্রাণ চেষ্টা অন্যদিকে এসব নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।
Report – Anita Das
