
বাজারদর উর্ধ্বমুখী। সব্জি কিনতে হিমসিম খাচ্ছে সাধারণ মানুষ। এদিকে লক্ষ্য রেখেই রাজ্যে সুফল বাংলার স্টল।এতে রাজ্য সরকারের ভরসা রয়েছে ঠিকই তবে জনসাধারণ কতটা ভরসা পাচ্ছে তা নিয়ে রয়েছে সন্দেহ। রাজ্য জুড়ে সুফল বাংলা স্টলের সংখ্যা সাড়ে পাঁচশো র মতো।এর মাধ্যমে দরজায় দরজায় সুলভ মূল্যে সব্জি পৌঁছে দিতে চায় রাজ্য সরকার।এই লক্ষ্যেই এই ভাবনা।এখানে বাজারের চেয়ে কিছুটা কম দামে পাওয়া যাবে সব্জি। সরকার সুলভ মূল্যে সব্জি দেওয়ার ব্যবস্হা করছে ঠিকই কিন্তু প্রশ্ন উঠছে এই ব্যবস্হায় সাধারণ মানুষের কতটা সুরাহা হবে।গোটা রাজ্য জুড়ে স্হায়ী ও ভ্রাম্যমান মিলিয়ে সুফল বাংলার স্টল সাড়ে পাঁচশো র কিছু বেশি। যেখানে সারা রাজ্যে এত এত মানুষ, এত এত পরিবার সেখানে গুটি কয়েক সুফল বাংলার স্টল এই সমস্যার কতটা মোকাবিলা করতে পারবে তা নিয়ে রয়ে যাচ্ছে বড় প্রশ্নচিহ্ন।
Report – Anita Das
