




বর্ষায় পঞ্চায়েত ভোট হওয়ায় রাজ্যজুড়ে সমস্ত ভোটকেন্দ্রেই বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গেই কার্বলিক অ্যাসিডকেও যুক্ত করেছিল রাজ্য নির্বাচন কমিশন। যাতে করে ভোটকেন্দ্রের পাশাপাশি কোন ঝোপঝাড় থাকলে ও কোন বিপত্তি না হয়।তবু বিপত্তি সেই ঘটল।আতঙ্কই সত্যি প্রমাণিত হল। পুরুলিয়া র হুড়ার জজডি প্রাথমিক বিদ্যালয়ের বুথের এক ভোটকর্মীকে সাপে কামড়ায়। গতকাল বুথে পৌঁছানোর পর সন্ধ্যের সময় সুদীপ ঘোষাল নামের একজন ভোটকর্মী লাগোয়া জঙ্গলের দিকে ঘুরে বেড়াচ্ছিলেন।সেই সময় পায়ে ছোবল মারে একটি বিষধর সাপ।সাথে সাথে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে।দেওয়া হয়েছে অ্যান্টিভেনাম।চিকিৎসাধীন ঐ ভোটকর্মী ছিলেন ফার্স্ট পোলিং অফিসার । তাঁর জায়গায় পাঠানো হয়েছে রিজার্ভে থাকা এক ভোটকর্মী কে।
Report – Anita Das
