




২রা জুন বালেশ্বরে ঘটেছিল ভয়ঙ্কর করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। সেই ঘটনায় এ পর্যন্ত ২৯০ জন যাত্রীর মৃত্যু ঘটেছে বলে রেল সূত্রের খবর। এই দুর্ঘটনায় সিবিআই গ্রেফতার করেছে ৩ জন আধিকারিক কে। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুন কুমার মোহন্ত,সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান ও টেকনিশিয়ান পাপ্পু কুমার কে গ্রেফতার করেছে সিবিআই। সূত্রের খবর, দুর্ঘটনার জন্য সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন বিভাগের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে।ঐ তিন রেল কর্মীর কার্যকলাপের জেরেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে বলে সিবিআই সূত্রে খবর। বাহানাগা বাজার স্টেশনে আপ মেন ও লুপ লাইনের সুইচের বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করার বিষয়টি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নজর রেখে সিগন্যালিং বিভাগকে জানালে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্হা নেওয়া যেত বলে ও জানানো হয়েছে রিপোর্টে।
Report – Anita Das
