




জন্মদিনের আগের দিন একটি রহস্যময় পোস্ট করে জানিয়েছিলেন তিনি এক বিশেষ ভূমিকায় আসতে চলেছেন । কিন্তু কি সেই ভূমিকা! –এই নিয়ে সাসপেন্সের ঝড় উঠেছিল অনুরাগীদের মনে।জন্মদিনের দিনে প্রকাশ্যে আনলেন সবটা।সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন–১৬বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যা কিছু শিখেছেন, সেই শিক্ষা এবার সবার সাথে ভাগ করে নেবেন।একটি অ্যাপের কথা জানিয়েছেন মহারাজা।সেই অ্যাপটির নাম ‘সৌরভ গঙ্গোপাধ্যায় মাস্টারক্লাস’।এটি একটি শিক্ষামূলক অ্যাপ।দাদা নিজে থাকবেন শিক্ষকের ভূমিকায়। জানাচ্ছেন,এই অ্যাপে কোর্সের পাশাপাশি নিজের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেবেন। দাদা জানিয়েছেন, নেতৃত্বের বিষয়ে এটি ওনার প্রথম অনলাইন কোর্স।কোর্সে ভর্তির খরচ খুব বেশি নয়।এই অ্যাপে এই মুহূর্তে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই ২টি কোর্স করার সুযোগ রয়েছে।
Report – Anita Das
