




৮ই জুলাই শনিবারের পঞ্চায়েত ভোটে যেভাবে সন্ত্রাসের ঘটনা ঘটেছে তাতে বেশ কিছু বুথে ভোটদান সম্ভব হয়নি।তাই আগামীকাল পঞ্চায়েতের কিছু বুথে হবে পুননির্বাচন।তবে এবার আর কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট নয়।প্রতি বুথে মোতায়েন থাকবে ৪জন করে জওয়ান।গত শনিবারের ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেখা যায় নি। অনেক জায়গায় রাজ্য পুলিশের সঙ্গে সিভিক দিয়ে চালানো হয়েছে ভোট।ভোটের দিন একের পর এক মৃত্যুর খবর শোনা গেছে। এক এক জায়গায় দেখা গেছে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার ও জলে ফেলে দেওয়ার মতো ঘটনা। এই সমস্ত কারণে বেশ কিছু বুথে পুননির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা।রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বেশ কিছু আসনে ফের ভোট নেওয়া হবে।রাজ্য নির্বাচন কমিশনের তরফে এ ও জানানো হয়েছে যে শনিবার রাজ্য জুড়ে মোট ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ।
Report – Anita Das
