News United India

এবার বড় পর্দায় একসাথে কাজ নীল-তৃণা জুটির

নীল ভট্টাচার্য ও তৃণা সাহা বাস্তব জীবনের এই জুটিকে এবার একসাথে দেখা যাবে বড় পর্দায়। তবে একে অপরের বিপরীতে নয়।সৌমজিৎ আদকের পরিচালনায় ‘তিলোত্তমা ‘ ছবিতে তৃণা কে দেখা যাবে প্রধান চরিত্রে এক সিঙ্গেল মাদারের ভূমিকায়। নীল কে দেখা যাবে একটি মিউজিক ব্যান্ডের গায়কের চরিত্রে। এছাড়া এই ছবি তে কাজ করছেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়,ঋতব্রত মুখোপাধ্যায় ও নবাগতা রাই দাস।নীল -তৃণার মিষ্টি রসায়ন এখানে না দেখা গেলেও মিষ্টি প্রেমের গল্প থাকবে ঋতব্রত ও রাই এর চরিত্রে। এই ছবিতে এই দুজন লিভ-ইন কাপল।তিলোত্তমা র শুটিং এখনই শেষ হয়ে গেলে ও মুক্তি পাবে আগামী বছর এমনই পরিকল্পনা নির্মাতাদের।

Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories