News United India

অনুপ্রেরণার অন্য নাম কাঠমান্ডুতে অনুষ্ঠিত মিস গ্লোবাল ইউনিভার্সাল জয়ী মিসেস গুঞ্জন নিগম

এশিয়ান দেশগুলি থেকে মোট ২১জন ফাইনালিস্ট কে নিয়ে ৪দিনের জন্য মিসেস গ্লোবাল ইউনিভার্সাল যে ইভেন্ট টি হল তার গ্র্যান্ড ফিনালে ছিল ৯ই জুলাই।এই ইভেন্টে উইনার হয়ে ফিরলেন বর্তমানে কলকাতায় বসবাসকারী মিসেস গুঞ্জন নিগম। দুই প্রাপ্ত বয়স্ক সন্তানের না মিসেস গুঞ্জন নিগম অল্প বয়সে বিয়ের হয়ে যাবার পর ও নিজের স্বপ্ন দেখা বন্ধ করেননি।চালিয়ে যান নিজের পড়াশোনা। স্বপ্নপূরণের লক্ষ্যে ২০২২ এ নতুন দিল্লিতে অনুষ্ঠিত মিসেস রয়্যাল ইন্টারন্যাশনাল এ অংশগ্রহণ করেন এবং দ্বিতীয় রানার আপ হন।২০২৩ এ কাঠমান্ডুতে অনুষ্ঠিত মিসেস গ্লোবাল ইউনিভার্সাল এ জয়ী হন।আগে ঝাঁসিতে ও বর্তমানে কলকাতায় বসবাসকারী মিসেস গুঞ্জন নিগম আর পাঁচজন বিবাহিত মহিলার কাছ নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরতে চান। যাতে কোন বিবাহিত মহিলা বয়সকে বাধা না ভাবে আর নিজেদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে যেতে পারে।আমরা শুনব ওনার বক্তব্য…

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories