



নিজের বিধানসভা কেন্দ্র ভাঙড়ে ঢুকতেই পারলেন না বিধায়ক নওসাদ সিদ্দিকী। স্হানীয় সূত্রের খবর, সন্ধ্যার পর গাড়ি ঘুরিয়ে নিতে বাধ্য হন আইএসএফ বিধায়ক।পঞ্চায়েত ভোটের পর গন্ডগোল ও রাজনৈতিক সংঘর্ষের কারণে ভাঙড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। নিউটাউনের দিক থেকে ভাঙড়ের দিকে যেতেই হাতিশালার কাছে গাড়ি আটকায় পুলিশ। বিধায়ক হওয়া সত্বেও কেন ভাঙড়ে যেতে দেওয়া হচ্ছে না তাই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নওসাদ।পুলিশের তরফে জানানো হয়েছে ১৪৪ ধারা জারি হয়েছে। তাই সেখানে যাওয়ার অনুমতি নেই। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে অপেক্ষা করেন নওসাদ।সাত আট ঘন্টা ধরে পুলিশের সঙ্গে চলে বাদানুবাদ। একজন বিধায়ক হয়েও কেন আটকানো হচ্ছে তাই জানতে চান পুলিশের কাছে। ডিসি ট্র্যাফিক ইন্দিরা জানান,১৪৪ধারা থাকলেও কিছু জনকে ভাঙড়ে ঢুকতে দেওয়া হচ্ছে কিন্তু সেই তালিকায় নেই নওসাদের নাম।দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত ফিরেই যেতে হয় বিধায়ককে।
Report – Anita Das
