News United India

শেষ ম্যাচ হারলেও জয় ভারতেরই

বাংলাদেশ বনাম ভারতের T-20 সিরিজের শেষ ম্যাচে হেরে গেল হরমনপ্রীত কৌরের দল। ‘প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০২ রান করে ভারত।ভারতীয় ওপেনাররা ব্যর্থ।১রান স্মৃতি মান্ধানার,শেফালী বর্মার ১১।সর্বোচ্চ ৪১ বলে ৪০ রান করেন হরমনপ্রীত কৌর।ভারতের ১০২ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ১০৬ রান তুলে নেয়।শেষ ম্যাচটি জিততে পারলেও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। ১টি ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় ভারত।সিরিজ সেরার পুরস্কার জিতে নেন হরমনপ্রীত কৌর। T-20 র পর সামনেই রয়েছে ওয়ানডে সিরিজ। ওয়ানডের জন্যও নিজেদেরকে তৈরি বলে মনে করছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories