



ঠিক যেন আনন্দের জোয়ার।এক বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো আর দুই বিশ্বকাপের আনন্দ। আসন্ন বিশ্বকাপের পাঁচটি ম্যাচের দায়িত্ব পেয়েছে ইডেন গার্ডেন্স।এমনকি সেমিফাইনাল ম্যাচ ও ইডেনে।মজা তো আছেই কিন্তু খরচের কথাও তো ভাবতে হবে। টিকিটের দাম কেমন হবে সে সম্পর্কে ঘোষণা করে দিল সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। আসন অনুযায়ী ১০রকমের টিকিটের দাম ধার্য করা হয়েছে। ক্রিকেট প্রেমীদের কথা ভেবেই সাধ্যের মধ্যেই টিকিটের দাম স্হির করা হয়েছে… জানাচ্ছে সিএবি।বিভিন্ন ব্লকের টিকিটের দাম বিভিন্ন।
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস.. সর্বনিম্ম ৬৫০ ও সর্বোচ্চ ১৫০০টাকা।
পাকিস্তান বনাম বাংলাদেশ সর্বনিম্ন ৮০০ ও সর্বোচ্চ ২২০০ টাকা।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনালের টিকিটের দাম সর্বনিম্ন ৯০০ ও সর্বোচ্চ ৩০০০ টাকা।
তবে টিকিট বিক্রি শুরু হবে কবে থেকে তা এখন ও জানানো হয়নি।
Report – Anita Das
