News United India

সৈকত শহর মন্দারমণি…. আছে কি আলোর পিছনে কোনো অন্ধকার দিক?

কথায় বলে মানুষের পায়ের তলায় নাকি সর্ষে….. সত্যিই তাই, একজায়গায় থাকতে কারোরই সহজে মন চায় না। এককথায় ভ্রমণ পিপাসু মন।কর্মব্যস্ত জীবনে একটু মুক্তির স্বাদ পেতে কে না চায় বলুন তো? বোধহয় আমরা প্রত্যেকেই তাই চায়।কিন্তু যে জায়গা ঘুরে দেখতে চায় সেই পর্যটনকেন্দ্রে গিয়ে যদি নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে কেমন লাগবে? নিশ্চয় ভালো লাগবেনা।কোথাও গিয়ে এটা মনে হবে না যে ঘোরার আনন্দটাই যেন মাটি হয়ে গেল! একটা বিখ্যাত পর্যটন কেন্দ্রের এরকমই বেহাল অবস্থা আপনাদের সামনে তুলে ধরব।

মন্দারমণি, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত একটি সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্র। অনেকের কাছেই মন্দারমণি ছোট্ট ছুটি কাটানোর আদর্শ জায়গা। অথচ সেই মন্দারমণি র পরিবেশ নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। কোথাও ঘুরতে গেলে ‘একান্ত প্রয়োজনীয় ‘ র তালিকায় প্রথমেই থাকবে হোটেল। মন্দারমণি র অধিকাংশ হোটেলের নোংরা অস্বাস্হ্যকর পরিবেশ ভাবাচ্ছে পর্যটকদের। আমরা দেখাবো সেই চিত্র…………আপনারা দেখতে পাচ্ছেন নোংরা আবর্জনায় কি ভাবে চারিদিক ভরে আছে। দেখেই বোঝা যাচ্ছে নিয়ম করে পরিস্কার পরিচ্ছন্নতা কোন বালাই নেই। কোনো পর্যটন কেন্দ্রে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ কি মানানসই?
মন্দারমণি র অন্যতম আকর্ষণ বিচ যার টানেই বারবার পর্যটকরা মন্দারমণি ঘুরতে আসে।অথচ দেখুন বিচের কি বাজে অবস্থা… যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকমের খাবারের খালি প্যাকেট।নেই কোথাও কোন ডাস্টবিন। ডাস্টবিন না থাকাতেই এই অবস্থা.. আমরা শুনব এ ব্যাপারে পর্যটকরা কি বলছেন(যদিবাইট নেওয়া থাকে)।
বিচে স্নান করার মজাটাই আলাদা কিন্তু বিচের জলে যদি নোংরা পচা দূষিত জল গিয়ে মেশে তহলে কি আর স্নানের ইচ্ছে বা মজা কোনটাই থাকবে? আমরা দেখাবো কিভাবে হোটেলের বাথরুমের নোংরা জল বিচে গিয়ে মিশছে…… দেখুন বাইরের নোংরা জল কি ভাবে বিচে মিশে বিচকে অস্বাস্থ্যকর করে তুলছে…. আমরা দু-একজনের সাথে কথা বলে দেখবো ঠিক কি প্রতিক্রিয়া এব্যাপারে…..।শুধু এসবই নয়,সন্ধ্যার সময় বিচে পর্যাপ্ত পরিমানে আলো র অভাব ও রয়েছে…..। হ্যালোজেন লাইট চারিদিকে লাগানো থাকলেও পরিষেবা যথাযথ নয়…এই অসুবিধা নিয়ে সন্ধ্যার বিচ পর্যটকরা কিকরে উপভোগ করছেন, এব্যাপারে কি বলছেন দেখবো…..।এভাবে বিচের চারিধার নোংরা হয়ে থাকা,বিচে দূষিত জল মিশে যাওয়া, হোটেলের চারিপাশে আবর্জনা.. এতকিছু কি ভাবে প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে? হোটেল কর্তৃপক্ষ কি করে পরিচ্ছনতার ব্যাপারে এতটা উদাসীন? প্রশাসন যদি এসমস্ত সমস্যার সমাধানের যথাযথ ব্যবস্হা না নেয় তাহলে আজকের মন্দারমণি র পর্যটকদের কাছে যতটা আকর্ষণীয়, অদূর ভবিষ্যতে ও কি ঠিক ততটাই আকর্ষণীয় থাকবে…দেখা দিচ্ছে বড় প্রশ্নচিহ্ন…..।

Report -Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories