
বেআইনি ভাবে চলছে গরু পাচার। ধরে ফেললেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন সচিন বসু।কলকাতা হাইকোর্ট থেকে বাড়ি ফেরার সময় তাজ বেঙ্গলের সামনের রাস্তা ধরে যান। মঙ্গলবার ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই দেখতে পান একটি ভ্যানের ভিতর থেকে কতকগুলি শিং বেরিয়ে রয়েছে। সন্দেহজনক ভ্যানটিকে আটকান আইনজীবী।ভ্যানের চালককে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায় ভ্যানে ১৭ টি গরু আছে আর এই গরুগুলি বিভিন্ন জায়গা থেকে কিনে দক্ষিণ ২৪পরগণার বাড়িতে নিয়ে যাচ্ছে। কিন্তু কোন রসিদ বা কাগজপত্র ভ্যানচালক ও তার সঙ্গীরা দেখাতে পারেনি।এরপর ঘটনাস্থলে পুলিশকে ডাকেন আইনজীবী সায়ন সচিন বসু। পুলিশ বেআইনি ভাবে গরু পাচারের অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে। ধৃতরা বিভিন্ন জেলা থেকে গরু কিনেছে,গরু ভর্তি গাড়ি নিয়ে এক জেলা থেকে অন্য জেলা আসা যাওয়া করেছে অথচ কোন পুলিশের চোখে তা ধরা পড়ল না কেন? প্রশ্ন তুলেছেন আইনজীবী সায়ন সচিন বসু।

One Comment
We should be really inspired by this. Keep up the good work son.