



সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা গেছে মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি U News)। যদিও যাবতীয় সোশ্যাল মিডিয়াকে কেন্দ্রের থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই ভিডিও তুলে নিতে এবং নতুন করে যেন এই ভিডিও শেয়ার না করা হয়।এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই ক্ষোভে ফুঁসছে সারা দেশ।বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশন শুরুর আগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মণিপুর প্রসঙ্গে বক্তব্যের পর হাত শিবিরের কটাক্ষ ‘১৮০০ ঘন্টার নীরবতার পর মোদী মুখ খুলেছেন মাত্র ৩০ সেকেন্ডের জন্য ‘। মণিপুরের এই ভিডিও নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বলেছেন- এই ঘটনা নিন্দনীয় ও সম্পূর্ণ অমানবিক। বিচারের আশ্বাস ও দিয়েছেন। তৃণমূল নেত্রী শশী পাঁজা কেন্দ্রীয় মন্ত্রী কে কটাক্ষ করে একটি টুইট করেন।তাঁর মতে যেভাবে মণিপুর দীর্ঘদিন ধরে উতপ্ত ছিল তাতে সময়মতো যদি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করতেন তাহলে পরিস্থিতি এতটা ভয়াবহ হত না।মণিপুর প্রসঙ্গে বিজেপি সরকারকে খোঁচা দিয়ে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।মণিপুরের এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – ‘এই বর্বরতা সমস্ত কিছুর উর্ধ্বে ….’।তিনি জানিয়েছেন তৈরি হওয়া নতুন জোট ‘ইন্ডিয়া ‘ র কয়েকজন মুখ্যমন্ত্রী মিলে মণিপুর পরিদর্শনে যেতে চান।পরিস্থিতি খতিয়ে দেখতে চান। এই ভয়ঙ্কর ভিডিও টি ভাইরাল হওয়ার ১দিন পরেই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। যেহেতু ঘটনাটি মে মাসের তাই ভিডিও ভাইরাল হওয়ার আগে কেন কোন পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের তরফে সেই প্রশ্ন উঠে আসছে বারবার।
Report – Anita Das
