



প্রাক্তন মেয়র যতীন মোহন সেনগুপ্তের ৯০তম প্রয়াণ দিবস উপলক্ষে ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায় ও বিধায়ক দেবাশীষ কুমার।সেখানেই সাংবাদিকদের কাছে ফিরহাদ হাকিম বলেন অমর্ত্য সেন সহ অন্যান্য নোবেলজয়ীদের সম্মানহানি করছে বিশ্বভারতী। অমর্ত্য সেনের সম্মানহানি মানে বাংলা তথা ভারতবর্ষের সম্মানহানি।নিজের চেয়ার বাঁচানোর জন্য বিজেপি সবকিছু করছে। নরেন্দ্রমোদী কিসে খুশি হবে তাই নিয়ে ভাবছে বিজেপি। DA আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন যারা আন্দোলন করছে তাদের ভাবা উচিত যে ‘খেলা হবে ‘ প্রকল্প তাদের জন্য, যাদের পেট খালি।হাওড়ার মঙ্গলার হাটের আগুন কিভাবে লেগেছে, সেখানে ঠিক কি হয়েছে পুরো বিষয়টা নিয়ে তদন্তের কথা মুখ্যমন্ত্রী বলেছেন। সাংবাদিকদের কাছে জোর দিয়েই বলেন ২৪এ বিজেপি ভারতবর্ষ থেকে যাচ্ছে। মালা রায় ও জানান অভিষেক ব্যানার্জী তেমন কোন অন্যায় করেনি। ওরা যা কিছু করতে পারে। ফিরহাদ হাকিম ও বলেন কোন অবস্হাতেই আন্দোলন থামবে না।
Report – Anita Das
