News United India

স্কুলে স্কুলে কেন্দ্রীয় বাহিনী -পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা

বিভিন্ন স্কুলে এখনও দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীদের।সেই সব স্কুলের পঠনপাঠন আপাতত বন্ধ। ফলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নিয়ে দেখা দিচ্ছে অনিশ্চয়তা। আদালতের নির্দেশ অনুযায়ী যে সব স্কুলে কেন্দ্রীয় বাহিনী আছে সেখানে ৩রা আগষ্টের আগে স্কুল খোলা যাবে না।কাজেই কি করে পরীক্ষা নেওয়া যাবে তা নিয়ে উঠছে প্রশ্ন। পর্ষদের এক কর্তার কথায় যে সব স্কুলে এখনও বাহিনী রয়ে গিয়েছে সেই সব স্কুল কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছেন নিয়ম মেনেই পরীক্ষার ব্যবস্হা করবেন।অথচ স্কুল কর্তৃপক্ষের দাবি এরকম কোন কথা তাঁরা পর্ষদকে জানাননি। উল্টে স্কুলের তরফ থেকে জানানে হচ্ছে এ ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোন নির্দেশিকা আসেনি। বেশিরভাগ শিক্ষকেরই মত, স্কুলে এভাবে বাহিনী থেকে গেলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রায় অসম্ভব।

Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories