



পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই রাজ্যজুড়ে নারী নির্যাতনের অভিযোগ করছে বিজেপি। শুধু মণিপুরেই নয়,এরাজ্যেও ঘটছে নারী নিগ্রহের ঘটনা– মত বিজেপির। মালদহে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। চোর অপবাদ দিয়ে বিবস্ত্র করে দুই মহিলাকে নির্যাতন করা হয়েছে এই অভিযোগ নিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল বিধানসভার শুরুতেই স্পিকারের কাছে আলোচনার দাবি করেন।স্পিকার ব্যাপারটি পরে ভেবে দেখবেন বলে জানালে বিধানসভার ভেতরেই স্লোগান শুরু হয়ে যায় অগ্নিমিত্রার নেতৃত্বে। দশ মিনিট পর ওয়াক আউট করে বিজেপি।
Report – Anita Das
