



বিদ্যুত দপ্তরের অফিসে অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদ জানাতে গিয়ে মৃত্যু হয়েছে একজন বিক্ষোভকারীর।গুরুতর জখম আরও দুজন।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলার বারসইতে।জানা যাচ্ছে, বিদ্যুৎ পরিষেবা যথাযথ ভাবে না-পাওয়ায় চাষের অসুবিধা হওয়ায় বিদ্যুৎ দপ্তরের অফিসে প্রতিবাদ জানাতে গিয়ে ভাঙচুরের অভিযোগ উঠে স্হানীয় জনতার বিরুদ্ধে। বিক্ষোভকারীদের আটকাতে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। যার জেরে ঘটে এই দুর্ঘটনা।আহত ২জন যুবককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।বিহার সরকার ব্যর্থ বলেও মন্তব্য করেছেন।
Report – Anita Das
