



নিয়োগ দুর্নীতি মামলায় নেতা মন্ত্রীদের নিয়ে একটার পর একটা ঘটনা তো ঘটেই চলেছে। কেউ গ্রেফতার হয়েছেন আবার কারো ক্ষেত্রে চলছে ইডির তদন্ত।এবার শিক্ষকের চাকরি করে দেওয়ার লোভ দেখিয়ে টাকা নিয়ে পুলিশের জালে ধরা পড়লেন স্কুলের একজন শিক্ষক। প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা -এই অভিযোগে বুধবার পুলিশ গ্রেফতার করেছে মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিমলকুমার দোলইকে।দিব্যেন্দু শেঠ নামে এক ব্যক্তি জানান ঐ শিক্ষক চাকরি করে দেওয়ার নাম করে দফায় দফায় সাড়ে তিন লক্ষ টাকা নিয়েছিলেন।চাকরি তো পাননি, টাকাও ফেরত পাননি অভিযোগ দিব্যেন্দুর।এই ঘটনায় দেখা দিয়েছে শোরগোল –হতবাক এলাকাবাসী।
