
ভ্রমণপিপাসু বাঙালি কর্মব্যস্ততার মাঝে ছুটি পেলেই বেরিয়ে পড়েন যে কোন পর্যটন কেন্দ্রে।কাছেপিঠে থাকা এরকমই একটি পর্যটন কেন্দ্র হল মন্দারমণি।সেই মন্দারমণিতেই দেখা গেল জীবন্ত ডলফিন। এই খবর জানার পরই সৈকতে ভিড় জমান পর্যটকরা। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে মন্দারমণির সৈকত থেকে কিছুটা দূরে একটি ডলফিনকে আহত অবস্থায় ভাসতে দেখে মৎসজীবীরা।ডলফিনটিকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসে মৎসজীবীরা।স্হানীয়দের ও মৎসজীবীদের ধারণা সমুদ্রে ট্রলার বা জাহাজের ধাক্কায় আহত হয়ে ভাসতে ভাসতে মন্দারমণিতে এসেছে। মন্দারমণির থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ডলফিনটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছে।
Report – Anita Das
