



লাগাতার বৃষ্টি যে কত ভয়ঙ্কর হতে পারে তা দেখা গেল কেদারনাথে।প্রবল বর্ষণে কেদারনাথ যাওয়ার পথে গৌরীকুন্ডের রাস্তাতেই নেমেছে ধস। যার জেরে বহু তীর্থযাত্রীর রয়েছে প্রাণহানির আশঙ্কা। ধসের ফলে বহু দোকান তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বন্ধ হয়ে গেছে রাস্তা। এই ঘটনায় প্রায় ১৯ জন যাত্রী নিখোঁজ। মারা ও গেছেন কয়েকজন। নিখোঁজদের বেশিরভাগই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। উদ্ধার কাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। মরশুম হলেও এই বিপর্যয়ের জেরেই আপাতত বন্ধ রাখা হয়েছে কেদারনাথ যাত্রা।
Report – Anita Das
