



হাতে গোনা আর কয়েকটা দিন বাকী বিশ্বকাপের। একই সময়ই হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর পরপরই হয় কালীপুজো। এবছর সেই কালীপুজোর দিনেই পড়েছে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ। তাও আবার ইডেনে। পুজোর দিনের নিরাপত্তা সামলে ইডেনের ম্যাচের দায়িত্ব কি নিতে পারবে পুলিশ -দেখা দিচ্ছে বড় প্রশ্নচিহ্ন।লালবাজারের তরফে এই ব্যাপারে বার্তাও দেওয়া হয়েছে সিএবি কর্তাদের কাছে। এদিকে ভারতীয় বোর্ডের কাছে ম্যাচের দিন পরিবর্তনের আর্জি জানানো হলেও বোর্ড সূচি পাল্টাতে রাজী নয় বলেই জানা যাচ্ছে। নবরাত্রির জন্য ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন বদলানো গেলে কেন এই ম্যাচের দিন বদলানো যাবে না –প্রশ্ন তুলছে সিএবি। তবে যদি একান্তই কালীপুজোর দিন ম্যাচটি হয় তাহলে মুখ্যমন্ত্রীর সাহায্য প্রার্থনা করা হবে-জানাচ্ছে সিএবি। যেহেতু মুখ্যমন্ত্রী এ রাজ্যের পুলিশমন্ত্রী ও , তাই তিনি নির্দেশ দিলে পুলিশ অবশ্যই নিরাপত্তার আয়োজন করবে–আশা সিএবির।
