
রাজ্যে শিক্ষা ব্যবস্হায় আসতে পারে আমূল পরিবর্তন –বেশ কিছুদিন ধরে যে জল্পনা শোনা যাচ্ছিল তাই সত্যি হতে চলেছে। রাজ্য শিক্ষা দফতর নতুন শিক্ষানীতি নিয়ে যে পরিকল্পনা করছে তাতে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠনে বিভিন্ন দিকে পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় OMR চালু হতে চলেছে বলে জানা যাচ্ছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই শিক্ষামহলে চালু হয়েছে জোর চর্চা। চাকরির পরীক্ষায় OMR শিটে কারচুপি করে যে হারে দুর্নীতি হয়েছে তাতে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই নতুন সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন শিক্ষাবিদরা। ঠিকঠাক মূল্যায়ন হবে তো–তাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। তবে এর মধ্যেও আবার ভালো দিক দেখার চেষ্টা করছেন অনেকেই আর তা হল–ও এম আর এ পরীক্ষায় অভ্যস্ত হয়ে থাকলে ভবিষ্যতে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় উপকৃত হবেন পড়ুয়ারা।
Report – Anita Das
