



আজ ১৫ ই আগষ্ট। ৭৭ তম স্বাধীনতা দিবস। দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার মহোৎসব। দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসব পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে এটি তাঁর দশম ও ২০২৪ লোকসভা ভোটের আগে শেষ ভাষণ। জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন। প্রথমেই মণিপুর প্রসঙ্গে বলেন বেলাগাম হিংসা হয়েছে মণিপুরে।বহু মৃত্যু হয়েছে। তবে উতপ্ত মণিপুরের সঙ্গে দেশ আছে। এও বলেন যে আমাদের বৈচিত্র্যই আমাদের শক্তি। এই মঞ্চে তুলে ধরলেন ডিজিটাল ইন্ডিয়ার সাফল্যের কথা। জানালেন শুধু বড়সড় শহর নয়,ভারতের সব প্রান্তেই পৌঁছে গেছে প্রযুক্তি। ভারতের সমস্ত শ্রমিকদের ও মজুরদের সম্মান জানিয়ে বলেন তাঁরাই দেশকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশকে স্বাধীন করতে যে সংগ্রামীরা আত্মবলিদান দিয়েছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Report – Anita Das
