



বর্তমানে বিনোদন জগতের একটা বড় অংশ জুড়ে রয়েছে ওয়েব সিরিজ। বিভিন্ন কাহিনী নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজগুলি। বিশেষ করে কাহিনিতে থাকছে থ্রিলার বা গোয়েন্দা গল্প। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ওয়েব সিরিজ বানিয়ে চলেছে। এবার লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গোয়েন্দা রহস্য গল্প ‘ভাদুড়ি মশাই ‘ আসতে চলেছে ওয়েব সিরিজে– এমনটাই টলি সূত্রে খবর।
ভাদুড়ি মশাই একজন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এর প্রাক্তন অফিসার। তার আসল নাম চারু চন্দ্র ভাদুড়ি। তিনি অবসর গ্রহণ করেছেন ঠিকই তবে রহস্যকে পিছনে ফেলে আসতে পারেননি। ইন্ডাস্ট্রির অন্দরের খবর এই নাম ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে। এই সিরিজ পরিচালনা করবেন অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়। লেখক যেভাবে চরিত্রটিকে সাজিয়েছেন সেই কথা মাথায় রেখে চরিত্রের অফার দেওয়া হয়েছে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে। এর আগেও দর্শক অভিনেতাকে গোয়েন্দা চরিত্রে পেয়েছে। এই সিরিজের কাস্টিং নিয়ে চলছে কাজ।সম্ভবত পুজোর পরে শুরু হবে শ্যুটিং।ভাদুড়ি মশাই এর কোন গল্পটি পেতে চলেছে দর্শক সেটাই এখন দেখার বিষয়।
Report – Anita Das
