



নারী সাংবাদিকদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সম্বলিত একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন অভিনেতা তথা তামিলনাড়ুর প্রাক্তন বিধায়ক এস ভি শেখর। এই কারণে মামলা দায়ের হয়েছিল এস ভি শেখরের বিরুদ্ধে।
মাদ্রাজ হাইকোর্টের ১৪ই জুলাইয়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন এস ভি শেখর।শনিবার ছিল সেই মামলার শুনানি। শুনানি হয় বিচারপতি বি আর গাভাই ও পি কে মিশ্রের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়েছে যদি কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তবে তার পোস্টের প্রভাব এবং তা কতজনের কাছে তা পৌঁছে যাচ্ছে সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আরও সতর্ক হওয়া উচিৎ। ঘটনার দিন অর্থাৎ পোস্টটি শেয়ার করার দিনএস ভি শেখর চোখে ওষুধ দেওয়ার কারণে বিষয়বস্তু ভালো করে পড়তে পারেননি– শেখরের আইনজীবীর এই মন্তব্যের পাল্টা বেঞ্চের পর্যবেক্ষণ, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করা উচিৎ। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানিয়েছে, যদি কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করা অপরিহার্য বলে মনে করেন তাহলে তার পরিণতিও ভোগ করতে প্রস্তুত থাকতে হবে।
Report – Anita Das
