



হাতের মুঠোয় চাঁদ। চন্দ্রাভিযানে ইতিহাস গড়ল ভারত। চাঁদের বুকে সাফল্যের সঙ্গে অবতরণ ঘটল ল্যান্ডার বিক্রমের। ভারতীয় সময় ৫.৩৬ নাগাদ চাঁদের বুকে চন্দ্রযান-৩ কে নামানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। ৫.৪৫ নাগাদ অধোগমন প্রক্রিয়া শুরু হয়। চাঁদের মাটির দিকে এগোতে থাকে ল্যান্ডার বিক্রম। ধীরে ধীরে কমানো হয় গতি। ৫.৫৩ নাগাদ চাঁদের আরো কাছাকাছি এসে যায় বিক্রম। অবশেষে আসল শুভক্ষণ। ভারতীয় সময় ৬টা ৩ মিনিট ৩৫ সেকেন্ড চাঁদের বুকে সফল অবতরণ বিক্রমের। চাঁদের বুকে অবতরণকারী চতুর্থ দেশ ভারত। গর্বিত ভারতবাসী।
Report – Anita Das
