News United India

সেপ্টেম্বরে আসতে চলেছে ওয়েব সিরিজ ঋত্বিক চক্রবর্তীর “মিস্টার কলকেতা”

হইচই ঘোষণা করেছে একগুচ্ছ ওয়েব সিরিজের।তার মধ্যে অন্যতম একটি হল ‘মিস্টার কলকেতা ‘। সেপ্টেম্বরের শুরুতেই পর্দায় আসতে চলেছে এই ওয়েব সিরিজটি। এই সিরিজে জুটি বেঁধেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও অভিনেত্রী রাজনন্দিনী পাল। কলকাতা শহরের আনাচে কানাচে ঘুরে রহস্য উন্মোচন করবেন এই জুটি। বৃহস্পতিবার মুক্তি পেল এই ওয়েব সিরিজটির ট্রেলার।

গোরার মতো ক্ষ্যাপাটে গোয়েন্দা চরিত্রে নজর কাড়া অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। আবার খল নায়কের ভূমিকায় অভিনয় করলেন রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ এ। এবার ‘মিস্টার কলকেতা ‘ তে সম্পূর্ণ অন্যরুপে দেখা যাবে অভিনেতাকে। কলকল্লোল দত্ত যার কাছে সবচেয়ে আকর্ষণীয় কলকাতা শহরের অজানা ইতিহাস। কলকাতার অলিতে-গলিতে ঘুরচে কয়েকশো বছরের পুরোনো ইতিহাসের চোরাস্রোত। আর সেই চোরাস্রোতের ধাঁধার সমাধান করতে আসছে কলকল্লোল ওরফে মিস্টার কলকেতা ।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories